করোনায় একদিনে দেশে ৬৪ জনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
- আপডেট সময় : ০৫:১৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
করোনায় গেল ২৪ ঘন্টায় সারাদেশে মারা গেছেন ৬৪ জন। যা একদিনে দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে সরকারী হিসেবে মারা গেলেন মোট ১ হাজার ৮শ’ ৪৭ জন। আর ১৮ হাজার ৪শ’ ২৬টি নমুনা পরীক্ষা করে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৬শ’ ৮২। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জন। দুপুরে করোনা বিষয়ক অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বিশ্বস্বাস্থ্য সংস্থা শিগগিরই করোনার প্রকোপ শেষ হবার কোন সম্ভাবনা দেখছে না। বিশ্ববাসীর জন্য সংক্রমনের ভয়াবহ ধাপটি এখনো সামনে অপেক্ষা করছে। এই শঙ্কা প্রকাশ করে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছে সংস্থাটি।এমন পরিস্থিতিতে বাংলাদেশে করোনা শনাক্তের ১শ’ ১৫তম দিনে সংক্রমণের সবশেষ তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর। শুরুতেই জানানো হয় নতুন শনাক্ত ও মৃতের খবর।