করোনায় কেবল সাধারণ মানুষ নয়, আতঙ্কে রয়েছেন খোদ চিকিৎসকরাও
- আপডেট সময় : ০৬:২০:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
দুরারোগ্য ব্যাধি করোনা নিয়ে কেবল সাধারণ মানুষ নয়, আতঙ্ক রয়েছে খোদ চিকিৎসকদের মাঝেও। কারণ, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই ভাইরাস সম্পর্কে অতীত অভিজ্ঞতা নেই তাদেরও। তবে সে অবস্থা কাটিয়ে উঠে এখন ভয়কে জয় করেছেন চিকিৎসা কার্যক্রমে জড়িতরা।জীবনের ঝুঁকি তুচ্ছ করে কেবল দেশ ও জনগণের সেবায় কাজ করছেন। করোনা ল্যাবে প্রথমদিন কাজ করার অনুভূতি এসএটিভিকে জানিয়েছেন, রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসক ও টেকনোলজিস্টরা।
রাজশাহী মেডিকেল কলেজে স্থাপিত করোনা ল্যাবে কাজ করছেন ভাইরোলজি ও মাইক্রোবাইলোজি বিভাগের অধ্যাপক ও টেকনোলজিস্টসহ ত্রিশজন সদস্য। এর আগে করোনা টেস্ট নিয়ে হাতে কলমে কাজ করার অভিজ্ঞতা নেই কারোরই। তবে অনলাইনে প্রশিক্ষণ নিয়ে সরাসরি কাজে হাত দেন তারা।কিন্তু জীবনের ঝুঁকি জেনেও কেমন ছিল প্রথমদিন করোনা ল্যাবে প্রবেশের অনুভূতি?
করোনা রোগীর নমুনা পরীক্ষায় সরাসরি কাজ করেন টেকনোলজিস্টরা।তাদের অভিজ্ঞতাও এবার নিত্যদিনের তুলনায় ভিন্ন।
প্রযুক্তিগত সহায়তা ও কঠোর মনোবল তৈরি করেই করোনা ল্যাবে পাঠানো হয়েছে একদল চিকিৎসক ও টেকনোলজিস্টকে-জানালেন ভাইরোলজি বিভাগের প্রধান। আর মাইক্রোবাইলোজি বিভাগের প্রধান বলছেন, স্বাস্থ্যযুদ্ধের অগ্রভাগে কাজ করা ব্যক্তিদের উৎসাহ দিতে আর্থিক প্রণোদনাও থাকা উচিত।
পহেলা এপ্রিল থেকে চালু হওয়া এই ল্যাবে রাজশাহী বিভাগের আট জেলার সন্দেহভাজন রোগীদের করোনা টেস্ট হচ্ছে। রোববার পর্যন্ত প্রায় ৭০জন রোগীর নমুনা এসেছে এখানে।