করোনায় দেশে একদিনে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু হয়েছে
- আপডেট সময় : ০৫:০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
করোনায় দেশে একদিনে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ৪৮০ জন। ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৩২ জন করোনা রোগী। এই পর্যন্ত আক্রান্ত হলো ৩৩ হাজার ৬১০ জন। নতুন ৪১৫ জনসহ মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৯০১ জন। দুপুরে স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। করোনা থেকে সুরক্ষায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ঈদ জামাতে কোলাকুলি থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।
করোনা পরিস্থিতি নিয়ে দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত ও মৃত্যুর পরিসংখ্যানের পাশাপাশি নমুনা সংগ্রহ ও পরীক্ষার সবশেষ তথ্যে জানান অতিরিক্ত মহাপরিচালক।
ঝুঁকি উপেক্ষা করে ঈদ উপলক্ষ্যে যারা গ্রামের বাড়িতে গেছেন, তাদের ঈদের আনন্দ যেন বিষাদে পরিণত না হয়, সেজন্য সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি ঈদ জামাতে কোলাকুলি থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।
করোনা থেকে সুরক্ষা পেতে বেশিকরে পুষ্টিকর ও জিংক সমৃদ্ধ খাবার গ্রহণ ও নিয়মিত হালকা ব্যায়াম করার পরামর্শ দেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।
করোনা চিকিৎসায় সারাদেশে ১৩ হাজার ২৬৪টি আইসোলেশন শয্যা, ৩৯৯টি আইসিইউ ও ১০৬টি ডায়ালাসিস ইউনিট প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানান।