করোনায় দেড় বছর পর খুললো ঢাবি’র আবাসিক হল
- আপডেট সময় : ০৬:৪৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
দীর্ঘ দেড় বছর বন্ধের পর মঙ্গলবার খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। করোনার অন্তত এক ডোজ টিকা নেয়ার শর্তে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা হলে উঠতে পারছেন। সকাল থেকেই স্বাস্থ্যবিধি মেনে হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পরে হলে এসে খুশী সবাই। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছেন, শিক্ষার্থীরা যাতে স্বাস্থ্যঝুঁকিতে না পড়ে তার সব ব্যবস্থা নিয়েছেন তারা। যত দ্রুত সম্ভব সকল শিক্ষার্থীর টিকা নিশ্চিত করে হলে তোলার পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দেড় বছর পর আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ঢোকার অনুমতি পেয়েছে শিক্ষার্থীরা। তাইতো সকাল থেকেই নিজ নিজ হলে প্রবেশে ভীড়।
শিক্ষার্থীদের বরণে হলগুলোর গেটে উপস্থিত ছিলেন হাউজ টিউটররা। ফুল, চকলেট ও বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত মাস্ক দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। হলে প্রবেশের সময় মাপা হয় শরীরের তাপমাত্রা, দেয়া হয় স্যানিটাইজার।
হলে প্রবেশ করেই শুরু হয় কর্মযজ্ঞ। চলে রুম পরিষ্কারের কাজ। এতো কষ্টের পরেও উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে হলে আসা শিক্ষার্থীরাও আছেন খোশ মেজাজে।
তারা বলছেন, এতদিন মেসে থেকে অনেক কষ্ট করতে হয়েছে। ছিলো না পড়াশোনার সঠিক পরিবেশ।
সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট জানান, শিক্ষার্থীরা আসায় ক্যাম্পাসে ফিরেছে প্রাণচাঞ্চল্য।
দেশে করোনা সংক্রমণ বাড়তে শুরু করলে ২০২০ সালের মার্চে অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও আবাসিক হল।