করোনায় পর্যুদস্ত সাড়ে ৩৬ লাখ দরিদ্র পরিবারকে আড়াই হাজার টাকা করে সহায়তার ঘোষণা
- আপডেট সময় : ০৭:২৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
করোনার কারণে এবারের ঈদে সাড়ে ৩৬ লাখ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারকে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি আর দরিদ্রদের জীবন-জীবিকার সার্বক্ষণিক তদারকি করছেন প্রধানমন্ত্রী। এমনটাই জানিয়েছেন তার কার্যালয়ের সচিব তফাজ্জল হোসেন মিয়া। করোনা সংক্রমণ ঠেকাতে সচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্যখাতের উন্নয়নের পাশাপাশি টিকার বিকল্প উৎস খোঁজা– সবদিকেই নজর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে গেল বছরের মত এবারও বাঁধ সেধেছে করোনা। একইসাথে স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর অনুষ্ঠানও ছিল সীমিত পরিসরে। করোনার প্রথম ঢেউয়ে ক্ষতিগ্রস্ত অর্থনীতি সামলে ওঠার আগেই দ্বিতীয় ঢেউয়ে অনেকটাই থমকে গেছে দেশ।
কিন্তু এরই মধ্যে কিছুটা হলে স্বস্তি এনে দিয়েছে করোনার টিকা। পশ্চিমা দেশগুলো যখন হাহাকার করছে তখন সবার আগে চুক্তি অনুযায়ী সেরাম ইন্সটিটিউট থেকে দেড় কোটি ডোজ টিকা নিশ্চিত করে সরকার। প্রধানমন্ত্রীর দক্ষ কুটনীতির ফলে দুই চালানে ৭০ লাখ ডোজ টিকা পাঠিয়েছে সেরাম ইনস্টিটিউট। ভারত সরকারের উপহার হিসেবেও এসেছে আরও ৩২ লাখ ডোজ।এরইমধ্যে ভারত রপ্তানী বন্ধ করলে অনিশ্চয়তা কাটাতে টিকার ভিন্ন উৎস খোঁজার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সচেতনতা ধরে রাখতে প্রধানমন্ত্রী বারবার স্মরণ করিয়ে দেন, টিকা নিলেও মানতে হবে স্বাস্থ্যবিধি।
এরপরও করোনা পরিস্থিতির অবনতি হলে ১৪ এপ্রিল থেকে ঘোষণা করা হয় কঠোর বিধিনিষেধ। তবে অর্থনীতির চাকা সচল রাখতে প্রথম থেকেই প্রধানমন্ত্রীর ছিল আলাদা নজর। শিল্প-কারখানা, দোকান-শপিংমল, বাজার খোলা রাখতে সরকারী নির্দেশনা মানতে কঠোর হবার নির্দেশ দেন তিনি। পাশাপাশি নিম্ন ও মধ্যবিত্তদের সহায়তায় ৩৬ লাখ ৫০ হাজার মানুষকে আর্থিক সাহায্য দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কৃষক ও সমাজের মেহনতী মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন মানবিক শেখ হাসিনা। খাদ্য সংকট যেন না হয় সেজন্য অনাবাদী জমিতে একাধিক ফসল চাষের নির্দেশ প্রধানমন্ত্রীর । এছাড়াও গণভবনে ভার্চুয়াল মাধ্যমে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সাথে প্রতিনিয়ত আলোচনা ও নজরদারি চালিয়ে যাচ্ছেন সরকার প্রধান। গতবছরের মত এবারও বিভিন্ন খাতকে চালু রাখতে অর্থবরাদ্দ দেয়া হচ্ছে ২৩টি প্রণোদনা প্যাকেজ।
কেবল দেশেই নয়, কোভিড ও জলবায়ূ পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক ফোরামে বলিষ্ঠ নেতৃত্ব রেখে চলেছেন বঙ্গবন্ধুকন্যা।