করোনায় বিপর্যস্ত অর্থনীতিতে কর্মসংস্থান টিকিয়ে রাখার সুনির্দিষ্ট পরিকল্পনা নেই বাজেটে
- আপডেট সময় : ০৭:৩৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
করোনায় বিপর্যস্ত অর্থনীতির বছরে সাধারণ মানুষের কর্মসংস্থান টিকিয়ে রাখার সুনির্দিষ্ট পরিকল্পনা নেই এবারের প্রস্তাবিত বাজেটে। নতুন ইকোনমিক জোনগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ থাকলেও সেখানে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার কোন প্রস্তাবনা নেই। অগ্রিম কর বহালসহ নানা জটিলতায় ব্যাংকের সহযোগিতা পাওয়ার ব্যাপারেও আশ্বস্ত হতে পারছেন না ব্যাবসায়ীরা। অর্থনীতিবিদরা এ অভিযোগ করে বলছেন, ব্যাংকের ওপর খবরদারি কমানোর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালী করতে না পারলে সংকট মোকাবিলা সম্ভব হবে না।
দেশের সবচেয়ে বড় কর্মসংস্থান সমৃদ্ধ শিল্প তৈরী পোষাক বা গার্মেন্টস কারখানা। করোনার কারনে ক্রেতা হারিয়ে শিল্পটি এখন হুমকির মুখে। বিদেশী বিনিয়োগের গার্মেন্টস এ ক্যাটাগরি, যৌথ বিনিয়োগের প্রতিষ্ঠান বি আর দেশীয় বিনিয়োগের গুলো সি ক্যাটাগরিতে বিভক্ত। রপ্তানীর ক্ষেত্রে সি ক্যাটাগরির গার্মেন্টস মালিকরা সরকারের প্রণোদনা পেয়ে থাকলেও এ আর বি ক্যাটাগরি বঞ্চিত। তাই সংকটকালিন সময়ে বিভক্তির এই দেয়াল তুলে দেয়ার আহবান বিজিএমইএর।
এককভাবে দেশের দ্বিতীয় রাজস্ব আয়ের উৎস জাহাজ ভাঙ্গা শিল্প। তিনমাসে বিপুল পরিমান স্ক্র্যাপ লোহা স্টকলড হয়ে যাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে মেয়াদউত্তির্ণ জাহাজের দাম কমায় লোকশানের মুখে এখাতের উদ্যোক্তারা। তাই ব্যবসা টিকিয়ে রাখতে ৫ শতাংশ এ্যাডভান্স ট্যাক্স বাতিলের পাশাপাশি সহজ শর্তে ব্যাংক ঋণের নিশ্চয়তা চান জাহাজ ভাঙ্গা শিল্প মালিকদের সংগঠন বিএসবিআরএ।
আর অর্থনীতিবিদরা বলছেন, নানা কারণে চ্যালেঞ্জের এই বছরে কর্মসংস্থান সমৃদ্ধ শিল্পখাতকে টিকিয়ে রাখতে উদ্যোগী হতে হবে সরকারকে। আর এর জন্য ব্যাংকিং খাত নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে জাতীয় বাজেটে।
গেল ১১ জুন ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। বাস্তবায়নের স্বার্থে আয়ের চেয়ে প্রায় দ্বিগুন ব্যায়ের এই বাজেট পাশের আগেই পরিবর্তন পরিবর্ধন চান সংশ্লিষ্টরা। বাজেট পেশের ফুটেজ ঢাকা থেকে সংযুক্ত হবে।