করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে ফেনী
- আপডেট সময় : ০৫:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
- / ১৫১৫ বার পড়া হয়েছে
করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে ফেনী। চিকিৎসার খরচ মেটাতে ধার-দেনায় দিশেহারা রোগীর স্বজনরা। প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় হিমশিম খাচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
আইসিইউ বেডের জন্য হাহাকার করছে ফেনী জেনারেল হাসপাতালের রোগীরা। গত বছরের ১৭মে ১১ কোটি টাকা ব্যয়ে ১০টি আইসিইউ বেড উদ্বোধন করা হয়। কিন্তু করোনা বিপর্যয়ের এই সময় দু’টি বেড ছাড়া চালু হয়নি সম্পূর্ণ সেবা।
জেলায় এ পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ১শ’ ছাড়িয়েছে। মারা গেছেন সিভিল সার্জনসহ ৫৪ জন। সংক্রমণের নতুন ধরণে আক্রান্ত অনেক ব্যক্তির হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয় এবং দ্রুত নাজুক হয়ে পড়ে।
সরকারি ল্যাব টেস্টে রোগ নির্ণয় কম হলেও, বেসরকারিভাবে করা সিটিস্ক্যানের মাধ্যমে অনেকের ফুসফুসে সংক্রমণ ধরা পড়ছে। বর্তমানে ৩০ বেডের এই হাসপাতালে ৪৭ করোনা রোগী চিকিৎসাধীন আছেন।
ব্যবহৃত মাস্কসহ সুরক্ষা সামগ্রীর বর্জ্য যত্রতত্র না ফেলার পরামর্শ দিয়েছেন তারা।