করোনায় বিশ্বজুড়ে প্রাণহানি ৭ লাখ ছাড়িয়েছে
- আপডেট সময় : ০২:০০:৩১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনায় বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা সাত লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়। গত দুই সপ্তাহের পরিসংখ্যান বিশ্লেষণ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলি জানায়, কোভিড-১৯ আক্রান্ত হয়ে এই সময়ে মধ্যে প্রতিদিন গড়ে প্রায় ৫ হাজার ৯০০ জন করে মারা গেছেন।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ। প্রাণ হারিয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮০০ জনের বেশি মানুষ। এদিকে লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্রাজিল। মঙ্গলবার পর্যন্ত দেশটিতে মারা গেছে ৯৫ হাজার ৮১৯ জন। এই অঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড মেক্সিকোর। এছাড়াও লাতিন আমেরিকার কলম্বিয়া, পেরু, আর্জেন্টিনা এবং বলিভিয়ায় করোনা মহামারির বিস্তার দ্রুতগতিতে ঘটছে। করোনায় মৃত্যুতে বিশ্বে চতুর্থ স্থানে আছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪৬ হাজার ২৯৫ জন।