করোনায় বিশ্বজুড়ে মৃত্যু সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে

- আপডেট সময় : ০৮:১৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে করোনাভাইরাসের বিস্তার বেড়েই চলেছে। আক্রান্ত হয়েছেন সাড়ে ৬ লাখের বেশি মানুষ। আক্রান্তের দিক দিয়ে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ইতালিতেই ১০ হাজারের বেশি মানুষ মারা গেছে। স্পেনে সংখ্যাটা ৫ হাজারের বেশি। সবশেষ হিসাব অনুযায়ী, করোনায় বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে।
বৈশ্বিক এই মহামারি সামলাতে বেকায়দায় পড়েছে বিশ্বের সব দেশ। যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ১ লাখ ২২ হাজার আক্রান্ত মানুষের মধ্যে ২ হাজার ৪৭ জন মারা গেছে। করোনায় প্রাণহানিতে চীনকে অনেক আগেই ছাড়িয়ে গেছে ইতালি এবং স্পেন। স্পেনে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৮৩২ জন। ফ্রান্সের অবস্থাও বেশ নাজুক। মৃত্যু ঠেকাতে হিমশিম খাচ্ছে দেশটি। গত ২৪ ঘণ্টায় সেখানে ৩১৯ জন কোভিড-১৯ রোগী মারা গেছে। ইউরোপের প্রায় সব দেশ লকডাউন। যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি মানুষ ঘরবন্দী। এরকম লকডাউন চলছে এশিয়া ও আফ্রিকাসহ অন্যানা মহাদেশেও। ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছুঁই ছুঁই করছে। দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ২৪ জন মারা গেছে। করোনার বিস্তার ঠেকাতে ২১ দিন দেশ লকডাউন করে রেখেছে মোদি সরকার। পাকিস্তানে আক্রান্তের প্রায় ১৫শ পেরিয়েছে। মারা গেছে ১২ জন।