বিভিন্ন জেলায় করোনা রোগীদের চিকিৎসার্থে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেছে বিভিন্ন সংগঠন
- আপডেট সময় : ০৬:০৯:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় করোনায় মুমূর্ষু রোগীদের চিকিৎসার্থে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেছে স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন সংগঠন।
বাড়িতে অক্সিজেন সিলিন্ডার সেবা দেয়াসহ ফেনীর ৬ উপজেলা হাসপাতালে ২শতাধিক বড় সাইজের অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর সাবেক চেয়ারম্যান রকিবুর রহমান।সকালে সিভিল সার্জন কার্যালয়ে এই কার্যক্রমের উদ্ধোধন করা হয়।
সকালে গাইবান্ধায় জেলা পুলিশের সহযোগিতায় পুলিশ সুপার কার্যালয় চত্বরে দু’টি এ্যাম্বুলেন্স ও ১২টি অক্সিজেন সিলিন্ডার বিতরণের মাধ্যমে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
করোনা আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন তৈরী আইসিইউতে ৫টি মনিটর ও শতাধিক অক্সিজেন হাই মাস্ক প্রদান করেন সুলতান আহমেদ মৃধা নামে এক সমাজ সেবক।
নোয়াখালী ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ ও ম্যাক্স গ্রুপ এর যৌথ উদ্যোগে ৫০টি অক্সিজেন সিলিন্ডারসহ করোনা সামগ্রী প্রদান করা হয়েছে। দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক খোরশেদ আলম খান-এর কাছে এসব হস্তান্তর করা হয়।
পঞ্চগড় জেলার করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার জন্য আধুনিক সদর হাসপাতালে ১৫০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি।