করোনায় সময়মতো পদক্ষেপ নেয়ায় দেশের অর্থনীতি গতিশীল আছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:১৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সময়মতো পদক্ষেপ নেয়ায় সরকার দেশের অর্থনীতি গতিশীল রাখতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভার সূচনা বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় কৃষিখাতে গুরুত্ব বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষিকে ধরে রাখতে হবে এবং খাদ্য উৎপাদন বাড়াতে হবে।
ঢাকার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দুঃসময়ে অন্যকিছু না ভেবে দেশের অর্থনীতির চাকা সচল রাখাকেই অগ্রাধিকার দিয়েছিলো সরকার।
এ সময় ব্যবসা-বাণিজ্যের গতি ফিরিয়ে আনতে সরকারের দেয়া প্রণোদনার গুরুত্বও তুলে ধরেন সরকার প্রধান।
কৃষিতে প্রণোদনা দেয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, কৃষি উৎপাদন বাড়াতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
একনেক সভায় রোহিঙ্গাদের জন্য ‘মাল্টি-সেক্টর প্রকল্পে’র ব্যয় বাড়ানোসহ ১ হাজার ৬৫৯ কোটি টাকার চারটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়।