করোনায় সীমিত পরিসরে সারাদেশে পালিত হয়েছে পবিত্র আশুরা
- আপডেট সময় : ০৮:০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
করোনায় সীমিত পরিসরে রাজধানীসহ সারাদেশে পালিত হয়েছে পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ঘটনাবহুল এই দিনটি স্মরণে সংক্ষিপ্ত কর্মসূচি পালন করে শিয়া সম্প্রদায়। পুরান ঢাকার হোসেনী দালান এবং আশপাশের এলকায় বের করা হয় তাজিয়া মিছিল। দিনটিকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রেব, পুলিশসহ তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
প্রতি বছরই মহররমের প্রথম দিন থেকেই কারবালা ময়দানের বিয়োগান্তক ঘটনায় শোক পালন করেন শিয়া সম্প্রদায়ের মুসলমানেরা। কারবালা ময়দান স্মরণ, বুক চাপড়ে মাতম, ক্ষমা প্রার্থনার মধ্যদিয়ে শুক্রবার দিবসটি স্মরণ করেন তারা।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে আনুষ্ঠানিকতায় ছিলো কঠোর নিয়ম। সকাল ১০টায় হোসনি দালান এলাকায় শুরু হয় সংক্ষিপ্ত তাজিয়া মিছিল। আশপাশের এলাকা ঘুরে শোভাযাত্রা শেষ করেন শিয়া মুসলিমরা। ইমাম হোসাইনের ত্যাগের শিক্ষা নিয়ে জীবন অতিবাহিত করার কথা জানান তারা।
হোসনী দালানকে কেন্দ্র করে ছিলো কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোড়ে মোড়ে ছিলো আইন-শৃখলা বাহানী। তল্লাশির মধ্য দিয়ে প্রবেশ করতে হয় হোসনি দালান এলাকা। হিজরি ৬১ সালের ১০ই মহররমে মহানবী হজরত মুহাম্মদ সাল্লেলাহু আলাইহি ওয়া সাল্লাম-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন এবং তাঁর পরিবার ও অনুসারীরা ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন।