করোনায় স্থবির রাজশাহীর আদালত পাড়া
- আপডেট সময় : ০১:৩৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
করোনায় স্থবির হয়ে পড়েছে রাজশাহীর আদালত পাড়া।এজলাসে স্বাভাবিক কার্যক্রম না চলায় বাড়ছে মামলার জট। ভোগান্তিতে পড়েছেন বিচারপ্রার্থীরা। আয়-রোজগার বন্ধ হয়ে গেছে আইনজীবীদেরও। ফলে এই পেশার সাথে জড়িত কয়েক হাজার মানুষ পড়েছেন অর্থকষ্টে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহায়তা চেয়ে চিঠিও দিয়েছে রাজশাহী বার সমিতি।
রাজশাহীর আদালতপাড়ায় এখন আর নেই কর্মচঞ্চলতা। করোনা সতর্কতায় একমাস ধরে স্বাভাবিক কার্যক্রম বন্ধ। তবে থেমে নেই জীবনসংসার। তাই রোজগারের আশায় চেয়ারটেবিল পেতে প্রতিদিনই বসছেন আইনজীবীরা। ভার্চুয়াল কার্যক্রমে অংশ নিচ্ছেন কেউ কেউ। তবে হাতে কাজ না থাকায় অলস সময় কাটাচ্ছেন অনেকেই। আইনজীবী নেতারা বলছেন, আদালতের কার্যক্রম সীমিত হয়ে পড়ায় রাজস্ব হারাচ্ছে সরকার। এছাড়া, সশরীরে উপস্থিত হওয়ার সুযোগ না থাকায় ভোগান্তি বেড়েছে বিচারপ্রার্থীদের। দীর্ঘ হচ্ছে বিচারপ্রক্রিয়াও। এতে বাড়ছে মামলার জট।
আইন পেশার সাথে জড়িতদেরও আর্থিক প্রণোদনা হিসেবে প্রধানমন্ত্রীর কাছে ৬ কোটি টাকা চেয়ে চিঠি দিয়েছে রাজশাহী বার সমিতি। যদিও স্বাস্থ্যবিধি মেনে দ্রুত কার্যক্রম চালুর দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন আইনজীবী সমিতির নেতারা।তবে করোনা পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসায় আদালতের কার্যক্রমে বিধিনিষেধগুলো ধীরে ধীরে শিথিল হয়ে আসছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
গেল বছর রাজশাহীতে করোনায় মারা গেছেন অন্তত ১০জন আইনজীবী ।