করোনা আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। রোববার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । তিনি জানান, করোনা আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে করোনা টেস্ট রেজাল্ট পজিটিভ হলেও তার পরিবার ও বিএনপি’র পক্ষ থেকে বিষয়টি স্বীকার না করায় গণমাধ্যমে এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়। কিন্তু আইইডিসিআরের রিপোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
অবেশেষ বিষয়টি স্পষ্ট করে সংবাদ সম্মেলনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, করোনা আক্রান্ত খালেদা জিয়া ভালো আছেন। ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন ।
বিএনপি চেয়ারপার্সন করোনা মুক্তির জন্য দোয়া চেয়েছেন জানিয়ে মির্জা ফখরুল দলীয় নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে দোয়া করার আহ্বান জানান।
দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত ৭৫ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত বছরের ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়’ শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি দেয় সরকার । তখন থেকে গুলশানে ভাড়া বাসা ফিরোজায় থেকে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ।