করোনা আক্রান্ত হয়ে পিতা-পুত্রসহ ৬ জনের মৃত্যু
- আপডেট সময় : ০১:০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত হয়ে বাগেরহাটে পিতা-পুত্রসহ দিনাজপুর, মাদারীপুর, মৌলভীবাজার ও নোয়াখালীতে ৬ জনের মৃত্যু হয়েছে।
বাগেরহাটের ফকিরহাটে করোনা আক্রান্ত হয়ে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়। সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানায়, মৃত পিতা-পুত্র দু’জনেই করোনা আক্রান্ত ছিল। এই নিয়ে বাগেরহাটে আক্রন্ত হয়ে মোট ৬ জনের মৃত্যু হয়েছে।
দিনাজপুরের বিরামপুরে করোনা আক্রান্ত হয়ে আনিসুর রহমান মিনু নামের সাবেক এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। গেল রাতে তার মৃত্যু হয়। আনিসুর রহমান উপজেলার একইর মঙ্গলপুর গ্রামের মৃত আবদুর রৌফের ছেলে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদি জানান, গেল ৮ জুলাই করোনা উপসর্গ দেখা দেয়ায় আনিসুর রহমানের নমুনা সংগ্রহ করা হয়। পরে ১০ জুলাই তার করোনা পজিটিভ পাওয়া যায়।
মাদারীপুরের কলেজ রোড এলাকার ছালাম খালাশী করোনা আক্রান্ত হয়ে রাতে মৃত্যুবরণ করেছেন। ছালাম খালাশী কয়েক দিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। সদর হাসপাতালে করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
এদিকে করোনা আক্রান্ত হয়ে নোয়াখালীতে আরো একজনের মৃত্যু হয়েছে।