করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ, মাদারীপুর, মৌলভীবাজার, ফেনী, নরসিংদী ও বরিশালে ছয়’জনের মৃত্যু

- আপডেট সময় : ০১:৩৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ, মাদারীপুর, মৌলভীবাজার, ফেনী, নরসিংদী ও বরিশালে ছয়’জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রমিজউদ্দিন নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়। রমিজউদ্দিন ঢাকায় কর্মরত ছিলেন। ৩ থেকে ৪ দিন আগে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়ীতে আসেন তিনি। সোমবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা রফিকুল ইসলাম সুমন। রাতে শহরের ডনোভান স্কুল সংলগ্ন শ্বশুর বাড়ীতে মারা যান তিনি । করোনা উপসর্গ নিয়ে শ্বশুর বাড়িতে আসার পর সুমন সোমবার সকালে সদর হাসপাতালে করোনা টেস্টের জন্য নমুনা দেন এবং রিপোর্ট পাবার আগেই গত রাতে মারা যায়।
মৌলভীবাজারের বড়লেখায় করোনার উপসর্গ নিয়ে অনুরঞ্জন দেবনাথ নামে ষাটোর্ধ এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। কিডনী জটিলতায় থাকা অনুরঞ্জন সম্প্রতি সর্দি জ্বর ও কাশির সাথে শ্বাসকষ্টে পড়েন। রাতে সিলেট নর্থইস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ফেনীর দাগনভূইয়ায় করোনার উপসর্গ নিয়ে সাবেক ইউপি সদস্য আবদুল মান্নান মারা গেছেন। উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দেবরামপুর গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়।
নরসিংদীতে জ্বরে মৃত সন্ধ্যা রানী দাস নামে এক নারীর সৎকারে কেউ এগিয়ে আসেনি । পরে স্থানীয় পৌর কাউন্সিলর এর সহযোগিতায় কুইক রেসপন্স টিমের মাধ্যমে তার সৎকার কাজ সম্পন্ন করা হয়েছে।
এদিকে, করোনার উপসর্গ নিয়ে চলে গেলেন বরিশাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং রাহাত আনোয়ার হসপিটালের চেয়ারম্যান ডাঃ আনোয়ার হোসেন। গতরাত ২টা ৪৫ মিনিটে ঢাকার এএমজেড হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।