করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজারে দুইজনসহ ও সাতক্ষীরায় তিনজনের মৃত্যু হয়েরছে।
মৌলভীবাজারের কুলাউড়ায় জ্বর, সর্দি, কাশি ও স্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে হাজিপুর ইউনিয়নের পীরেরবাজার গ্রামের আমরু মিয়া ও ব্রাহ্মণ বাজার ইউনিয়নের মৌলভীগাঁও গ্রামের ছবুর মিয়া গত রাতে মারা যান।
এদিকে, করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। সকালে তিনি মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে মারা যান। মৃত প্রতাপ রায় সদর উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের গৌর পদ রায়ের ছেলে।