করোনা উপসর্গ নিয়ে তিন জেলায় আরো ১১ জনের মৃত্যু

- আপডেট সময় : ১২:০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে কুমিল্লায় ৬ জনসহ তিন জেলায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে।
গেল ২৪ ঘন্টায় কুমিল্লায় করোনা উপসর্গে ৬ জন মারা গেছে। এদের মধ্যে ১ জন মহিলা। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. মুক্তা রাণী জানান, মৃত ৬ জনই জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
ময়মনসিংহে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন- ভালুকার মসজিদের ইমাম আব্দুল জলিল, গফরগাঁও উপজেলার গোলাম মোস্তফা ও আফাজ উদ্দিন এবং গৌরীপুর উপজেলার বৃদ্ধা আমেনা খাতুন।
মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে গতরাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন পাকদী এলাকার মোহাম্মদ ইয়াহিয়া হাওলাদার মারা গেছেন। ইয়াহিয়া হাওলাদার জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তার অবস্থার অবনতি হলে সোমবার মাদারীপুর সদর হাসপাতালে ভর্তির পর রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।