করোনা উপসর্গ নিয়ে ৪ জেলায় ৪ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৮:৩২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজার, মাদারীপুর, ঝিনাইদহ ও গাজীপুরে ৪ জনের মৃত্যু হয়েছে।
মৌলভীবাজারে নিজাম উদ্দিন নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে করোনা উপসর্গে। গেলরাতে সদর উপজেলার কাগাবালা ইউনিয়নের সাতপাক কোনাপাড়া গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়। নিজাম ৭/৮ দিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য বিভাগ মৃতের নমুনা সংগ্রহ করে করোনা রোগীর মতোই তাকে দাফনের পরামর্শ দিয়েছে।
মাদারীপুর পৌরসভার গোলাবাড়ি এলাকার ব্যবসায়ী কবির কাজী করোনা উপসর্গ নিয়ে ভোরে মারা গেছেন। তিনি গত ক’দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মারা যাবার পর তার বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় করোনা উপসর্গে ইকরামুল জোয়ার্দ্দার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার আবাইপুর ইউনিয়নের যুগনী গ্রামে। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, করোনা উপসর্গ নিয়ে ক’দিন আগে ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন ইকরামুল জোয়ার্দ্দার।
গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল হাসপাতালের আইসোলেশন এ থাকা ৭১ বছর বয়স্ক এক ব্যক্তি উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ।