করোনা ও এর উপসর্গে রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ৫২ জনের মৃত্যু
- আপডেট সময় : ১২:০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / ১৫১৬ বার পড়া হয়েছে
করোনা ও এর উপসর্গে রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ৫২ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ১৪ জন। মৃতদের মধ্যে রাজশাহীর ৭ জন, ৫ জন চাঁপাইনবাবগঞ্জের এবং নাটোর ও নওগাঁর একজন করে। হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন আরও ৭৮ জন।
খুলনার বিভিন্ন হাসপাতালে গেলো ২৪ ঘন্টায় মারা গেছে ১১ জন। চুয়াডাঙ্গায় গেল ২৪ ঘন্টায় করোনা ও করোনা উপসর্গে ১২ জনের মৃত্যু হয়েছে।
দিনাজপুরে গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৪ জন। জেলায় নতুন করে শনাক্ত ১৭৮ জন। শনাক্তের হার ৪৪.১৬ শতাংশ।
গেল ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরো ৭ জন মারা গেছেন। নতুন আক্রান্ত আরো ৩২৭ জন।……………….
সীমান্ত জেলা সাতক্ষীরায় গেলো চব্বিশ ঘণ্টায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ৭ জন এবং ঝিনাইদহে করোনায় মারা গেছে ৪ জন। ঝিনাইদহে বেড়েছে সংক্রমনের হার। ২৪ ঘন্টায় ২০৮ জনের নমুনা পরীক্ষা করে ১’শ ৪৩ জনের করোনা পজেটিভ এসেছে। শনাক্তের হার ৬৮ দশমিক ৭৫ ভাগ। এটাই জেলায় সর্বোচ্চ সনাক্তের হার।