করোনা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় মানুষের পাশে নেতাকর্মীদের দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- আপডেট সময় : ০৮:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
করোনা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আবারো নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি। স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক অাফজালুর রহমান বাবু এবং কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
করোনার কারণে সীমিত পরিসরে বিকেলে ২৩ বংগবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনার আয়োজনে ভিডিও কনফারেন্সে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, যে কোন দুর্যোগে মানুষের পাশে থেকে কাজ করবে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী।
জাতির পিতার আদর্শে নিজেকে ও দেশকে গড়ে তুলতে সবাইকে আহ্বান জানান সরকার প্রধান।
করোনা থেকে দ্রুত মুক্তি পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনা ও আম্পান মোকাবিলায় মানবিক ভুমিকার জন্য বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদেরকে পুরষ্কার দেয়া হয়। পরে প্রধানমন্ত্রীর ছেলে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।