করোনা ও বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতেও বাঁধা দিচ্ছে বর্তমান সরকার
- আপডেট সময় : ০৫:০২:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
করোনা ও বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতেও বাঁধা দিচ্ছে বর্তমান অগনতান্ত্রিক ও অনির্বাচিত সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
দুপুরে সিরাজগঞ্জের খোকশাবাড়ি ইউনিয়নের গুনেরগাতিতে আয়োজিত ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন বিএনপির নাম মুছে ফেলতে আগষ্ট মাসের শুরু থেকে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান নিয়ে আওয়ামীলীগ মিথ্যাচার করছে। কিন্তু এসব মিথ্যাচার করে জনগণের মন থেকে তার নাম মুছে ফেলা যাবে না। পরিবর্তন আসবে, খুব শিঘ্রই এ সরকারের পতন ঘটাবে জনগণ। সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান লেবুর সভাপতিত্বে ত্রাণ বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ বিষয়ক সহ-সম্পাদক শফিকুল ইসলাম মিলন, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ অন্যরা।