করোনা চিকিৎসায় সরকারের পদক্ষেপ যথেষ্ট নয় :ডা. জাফরুল্লাহ
- আপডেট সময় : ০৮:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
করোনা চিকিৎসায় সরকারের পদক্ষেপ যথেষ্ট নয় বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ মাসের শেষ সপ্তাহ থেকে আগামী মাসের প্রথমার্ধে সারাদেশে করোনার পিক টাইম থাকবে উল্লেখ করে এর আগেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে ঢাকার ধানমন্ডিতে গণস্বাস্থ্য হাসপাতালে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন ডা. জাফরুল্লাহ। সভায় অনলাইনে যুক্ত হয়ে দেশের বিশিষ্ট নাগরিকরাও এবারের বাজেটকে অপ্রাসঙ্গিক এবং অবাস্তব উল্লেখ করেন। তারা দাবি করেন, করোনা মোকাবিলায় বাজেটে সুনির্দিষ্ট পদক্ষেপ নেই।
রাজধানীর ধানমন্ডিতে করোনা বনাম বিশ্ব পুঁজিবাদ ২০২০-২১ বাজেট শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে গণস্বাস্থ্য কেন্দ্র । সভায় প্রতিষ্ঠানের ট্রাষ্টি ডা জাফরুল্লাহ চৌধুরী লিখিত বক্তব্য পাঠ করেন।
এতে অংশ নিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেন, সরকার বাজেটে করোনাকে গুরুত্ব দেয়নি। করোনা পরীক্ষা বাড়ানোর আহ্বান জানিয়ে, বাজেটের ঘাটতির বিষয়গুলো তুলে ধরেন তিনি।
আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে দেশের বিশিষ্ট নাগরিকরা বাজেটের নানা অসঙ্গতি তুলে ধরেন।
পরে আলোচনা সভায় অংশ নিয়ে গণসংহতি আন্দোলনের সাধারণ সম্পাদক জোনায়েদ সাকি ও ঢাকসু ভিপি নুরুল হক নুর বাজেট নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন।
সবশেষ কয়েকজন মুক্তিযোদ্ধা আলোচনায় অংশ নিয়ে গণস্বাস্থ্যের আবিস্কৃত কিটের বিষয়টি দ্রুত সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানান।