করোনা টিকার বিরুদ্ধে পশ্চিম ইউরোপে হাজার হাজার মানুষের বিক্ষোভ
- আপডেট সময় : ০৮:৪২:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
করোনাভাইরাস প্রতিরোধী টিকার বিরুদ্ধে পশ্চিম ইউরোপে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। ফ্রান্সে এক লাখেরও বেশি মানুষ সরকারের বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে।
শনিবার রাজধানী প্যারিসে তীব্র শীত ও বৃষ্টি উপেক্ষা করে মাস্ক ছাড়াই বিক্ষোভ করে শহরবাসী। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, বিক্ষোভ থেকে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশও আহত হয়েছে। রাজধানী ছাড়াও ফ্রান্সের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ৪০ হাজারের বেশি মানুষ বিক্ষোভ করেছেন। সেখানে আগামী মাস থেকে টিকা বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়াও জার্মানির বিভিন্ন শহরেও টিকা বিরোধী বিক্ষোভ হয়েছে। সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ হয়েছে হামবুর্গে। সেখানে ১৬ হাজার মানুষ অংশ নেয় বলে জানায় দেশটির পুলিশ। টিকার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ইতালিতেও। দেশটির তুরিন শহরে করোনা নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। দেশটিতে কঠোর নিয়ম চালু হবে কাল থেকে। বলা হয়েছে যারা টিকা নেয়নি তারা আর গণপরিবহন ও রোস্তোরাঁয় যেতে পারবে না।