করোনা টিকা ছাড়া ১১টি দেশ থেকে আগত যাত্রীদের বাংলাদেশে প্রবেশে বিধিনিষেধ আরোপ
- আপডেট সময় : ০১:১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ১৫১৬ বার পড়া হয়েছে
ডাবল ডোজ করোনা টিকা ছাড়া ইরান, স্পেন, মালয়েশিয়া, লিবিয়াসহ ১১টি দেশ থেকে আগত যাত্রীদের বাংলাদেশে প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষ…. বেবিচক।
এদিকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে ভারত ও নেপালকে। পূর্ণ ডোজ টিকা ছাড়া ২০টি দেশ থেকে যাত্রী আসতে পারলেও তাদের থাকতে হবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। গ্রুপ-এ তালিকায় থাকা দেশগুলো হচ্ছে আর্জেন্টিনা, বতসোয়ানা, কিউবা, সাইপ্রাস, ইসওয়াতিনি, জর্জিয়া, ইরান, লিবিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া ও স্পেন। গ্রুপ-বি তালিকায় থাকা ১৬টি দেশ থেকে টিকা ছাড়া যে কোন যাত্রী বাংলাদেশে আসতে চাইলে তাকেও থাকতে হবে প্রাতিষ্ঠানিক আইসোলশনে। যদি এসব দেশ থেকে আগত যাত্রীদের মধ্যে আগমনের সময় কোভিড-১৯ এর কোন প্রকার উপসর্গ বা শনাক্ত দেখা যায় তাহলে তাকে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সরকারি অনুমোদিত হাসপাতালে পাঠানো হবে।