করোনা টেস্ট ও আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবায় সহায়তা করবে জাতীয় পার্টি
- আপডেট সময় : ০৯:৪৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি জেলা-উপজেলায় করোনা টেস্ট থেকে শুরু করে আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবায় সহায়তা করবে জাতীয় পার্টি। এজন্য করোনা ভাইরাস প্রতিরোধে সহায়ক কমিটি করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
সকালে ঢাকার কাকরাইলে দলীয় কার্যালয়ে করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জীবানুনাশক গেট উদ্বোধনের পর এ কথা জানান তিনি। পার্টির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোস্তাফিজুর রহমান আকাশের নেতৃত্বে সহায়ক কমিটি গঠন করা হয়েছে জানিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সব ধরনের সেবা দেয়ার পরিকল্পনার কথা জানান তিনি। আক্রান্ত রোগী মারা গেলে দাফনেরও ব্যবস্থা করবে এই কমিটি। জিএম কাদের বলেন, জাতীয় পার্টি সবসময় মানুষের সেবা করতে চায়। যতদিন করোনা ভাইরাসের দাপট থাকবে, ততদিন এই সেবামূলক কাজ চালিয়ে যাওয়ার জন্য দলের নেতা কর্মীদের নির্দেশ দেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।