করোনা থেকে উত্তরণে একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার
- আপডেট সময় : ০৭:১৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
করোনা থেকে উত্তরণে উন্নত রাষ্ট্র ও উন্নয়ন সহযোগীসহ সবাইকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন- এস্কাপের ৭৭তম অধিবেশনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, এই অঞ্চলে শক্তিশালী ও সার্বজনীন জনস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন, এস্কাপ এর ৭৭ তম অধিবেশন বসে থাইল্যান্ডে। বৈশ্বিক করোনা মহামারীর কারণে সম্পূর্ণ আয়োজন এবার ভার্চুয়াল প্লাটফর্মে। বিভিন্ন দেশের সরকার প্রধানরা এতে যোগ দেন।
যোগ দেয়া প্রত্যেক সরকার ও রাষ্ট্রপ্রধানের কণ্ঠে ছিল বৈশ্বিক সংকট থেকে মুক্তি পাওয়ার সুপারিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী এতে যোগ দিয়ে বলেন, কোভিড ১৯ পৃথিবীজুড়ে স্বাস্থ্যব্যবস্থা ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে।
বাংলাদেশে এই মহামারীর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরে বলেন, এই অদৃশ্য শত্রুকে দমন করতে সমন্বিত ও সার্বজনীন পদক্ষেপ নেওয়ার কোন বিকল্প নেই।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সার্বজনীন স্বাস্থ্যনীতি গড়ে তোলার প্রস্তাব দেন তিনি।
মিয়ানমার থেকে বাস্তচ্যুত নাগরিকদের স্থায়ী পূনর্বাসনে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।