করোনা থেকে বাংলাদেশসহ গোটা বিশ্ব শিগগিরই মুক্তি পাবে : স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সময়মতো করোনা ভাইরাসের ভ্যাকসিন পেতে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ সময় স্বাস্থ্য মন্ত্রী আশা প্রকাশ করেন, করোনা থেকে বাংলাদেশসহ গোটা বিশ্ব শিগগিরই মুক্তি পাবে। বিশ্বের বিভিন্ন উন্নত দেশ ভ্যাকসিন উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভ্যাকসিন পেতে বাংলাদেশও সঠিক পথেই হাঁটছে, যাতে সঠিক সময়ে ভ্যাকসিন পাওয়া যায়। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এসময় মন্ত্রী জানান এবারের ভিটামিন-এ ক্যাপসুলে কোন সমস্যা হবে না।