করোনা নিয়ে রাজনীতি না করে সকল রাজনৈতিক দলকে গঠনমূলক পরামর্শ দেয়ার আহবান কাদেরের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
করোনা নিয়ে রাজনীতি না করে বিএনপিসহ সকল রাজনৈতিক দলকে গঠনমূলক পরামর্শ দেয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে সড়ক ও জনপথ অধিদপ্তরে প্রকৌশলীদের সাথে মতবিনিময় সভায় ভার্চূয়ালী দেয়া ব্ক্তব্যে এ আহবান জানান তিনি। এ সময় হেফাজত ও করোনা নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে তাদেরকে জনকল্যাণ ও ইতিবাচক রাজনৈতিক ধারায় ফিরে আসার পরামর্শ দেন ওবায়দুল কাদের।
অবকাঠামো নির্মাণ কাজ লকডাউনের নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আসন্ন বর্ষার আগেই নির্মাণাধীন কাজগুলোকে এগিয়ে নিতে হবে। তবে স্বাস্থ্যবিধি মেনেই এসকল কার্যক্রম পরিচালনা করতে হবে বলেও নির্দেশনা দেন তিনি।