করোনা পরিস্থিতির অবনতি. অতি উচ্চ ঝুঁকিতে ৪০ জেলা
- আপডেট সময় : ০১:২১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
- / ১৫১৫ বার পড়া হয়েছে
দেশে করোনা সংক্রমণ পরিস্থিতির দ্রুত অবনতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, দেশের ৪০টি জেলা সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে।
এক সপ্তাহের নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিবেচনা করে এই ঝুঁকি চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্বাস্থ্যবিধি এবং সরকারের দেয়া বিধিনিষেধ না মানলে চলমান করোনা পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে চলে যেতে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৭২৭ জন, যা গত আড়াই মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চসংখ্যক শনাক্তের রেকর্ড। দুই মাসের বেশি সময় পর এদিন রোগী শনাক্তের হারও ২০ শতাংশ ছাড়িয়েছে। গতকাল করোনায় মৃত্যু হয়েছে ৮৫ জনের। দেশে করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের শুরুতে সংক্রমণ এবং মৃত্যু বেশি ছিল ঢাকা, চট্টগ্রামে। এখন দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা লেগেছে ঢাকার বাইরে, উত্তর এবং দক্ষিণ–পশ্চিমাঞ্চলে।