করোনা পরিস্থিতির অবনতি হলে আবারও বিধিনিষেধ
- আপডেট সময় : ০৪:৩৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
দেশের কোভিড-১৯ পরিস্থিতির অবনতি হলে আবারও বিধিনিষেধ জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বর্তমানে জীবন-জীবিকার তাগিদে বিধিনিষেধ শিথিল করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ১৯ আগস্ট থেকে আপাতত শতভাগ গণপরিবহন চলার অনুমতি দিয়েছে সরকার। এই বিধিনিষেধে ক্ষতিগ্রস্ত সরকারি চাকরিপ্রার্থীদের ২১ মাস পর্যন্ত বয়সের ছাড় দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
১৯ দিনের বিধিনিষেধ শেষে সাবেক চঞ্চলরূপে ফিরতে শুরু করেছে রাজধানীসহ সারা দেশ। একে একে সচল হচ্ছে সরকারি-বেসরকারি দফতর, সড়ক, মহাসড়ক, শপিংমল, দোকানপাট ও শিল্প কারখানা। কিন্তু একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণঘাতী করোনার সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা।
এমন অবস্থায় ১৯ আগস্ট থেকে রাস্তায় শতভাগ গণপরিবহন চলার অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপণে, স্বাস্থ্যবিধি মেনে পর্যটনকেন্দ্রসহ, বিনোদনপার্ক খোলার অনুমতি দেয়া হয়েছে। চলবে নৌ ও রেলপথের সব যান ।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিককের কাছে করোনার বিস্তার রোধে সরকারের ভবিষ্যৎ ভাবনার কথা তুলে ধরেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। বলেন, পরিস্থিতির আরও অবনতি ঘটলে আবারও লকডাউন দেওয়া হবে।
দীর্ঘ বিধিনিষেধের কারণে ক্ষতিগ্রস্ত সরকারি চাকরিপ্রার্থীদের বয়স ২১ মাস ছাড় দিতে বিশেষ প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
ফরহাদ হোসেন জানান, অর্থগনৈতিক বিপর্যয় এড়াতে সব খাত খুলে দেয়া হলেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না, তা তদারকিতে মাঠে থাকবে আইনশৃংখলাবাহিনী।