করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সংক্রমণ নিম্নমুখী হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রক্রিয়া শুরু করেছে সরকার। ১২ সেপ্টেম্বর দেশের সব স্কুল-কলেজ খুলে দেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে। জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফের গত ২৪ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯-এর কারণে স্কুল বন্ধের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম দেশ। দীর্ঘ বন্ধের ফলে প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত চার কোটির বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে।