করোনা পরিস্থিতি উন্নতি হলে একুশে বইমেলার সময় বাড়ানো হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতি উন্নতি হলে একুশে বইমেলার সময় বাড়ানো হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে মেলার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ ২০ শতাংশের নিচে নেমে এসেছে। এটা অব্যাহত থাকলে মেলার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হবে। স্বাস্থ্য বিধি মানার ব্যাপারে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর থাকবে বলে জানান তিনি। সেই সাথে মেলায় দর্শনার্থীদের টিকা কার্ড নিয়ে আসার আহ্বান জানান তিনি। এবারের বইমেলায় প্রকাশকদের স্টল ভাড়া অর্ধেক করা হচ্ছে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই বই মেলা।