পিসিআর ল্যাবের অভাবে মৌলভীবাজারে বিড়ম্বনায় প্রবাসীসহ নানা পেশার মানুষ
- আপডেট সময় : ০১:৩৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব না থাকায়, বিড়ম্বনার শিকার হচ্ছে প্রবাসীসহ নানা পেশার মানুষ। সময় মতো রিপোর্ট না পাওয়ায় বিদেশ যেতে পারছেন না অনেকে। পিসিআর ল্যাব স্থাপনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মৌলভীবাজারে দিন দিন বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবুও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলছে মানুষ। জেলার সাতটির মধ্যে পাঁচটি উপজেলেই ভারতীয় সীমান্তে। দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আসা ১৩২ জন ক্ষুদ্র ব্যবসায়ী ও দিনমজুরের মধ্যে ৩০ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। এতে করে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে মৌলভীবাজারে। এখানে নেই করোনা পরীক্ষার পিসিআর ল্যাব। আইসিইউ সংকটেও ভোগান্তি বেড়েছে।
গত ১০ দিনে ৭২৪ জনের মধ্যে ১১৪ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। দ্বিতীয় ঢেউয়ে জেলায় এ পর্যন্ত দু’হাজার ৫৯০ জন আক্রান্ত হয়েছে। সরকারি হিসেবে মারা গেছে ৩০ জন। তবে, বেসরকারি হিসেবে উসর্গসহ নানা জটিলতায় মারা গেছে অন্তত ৫০ জন। সদরের সরকারি হাসপাতালে চারটি আর প্রাইভেট ক্লিনিকের ৩টি আইসিইউ ভরসা জেলাবাসীর। করোনা পরীক্ষা নিয়ে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে প্রবাসীসহ অন্যদের।
করোনার নমুনা সংগ্রহ করে সিলেট পাঠাতে হয়। যে কারণে রিপোর্ট পেতে দেরি হয় বলে জানায় সংশ্লিষ্টরা। দেরিতে রিপোর্ট পাওয়ায় নির্দিষ্ট সময়ে অনেকে গন্তব্যে পৌঁছতে পারছেনা বলে জানায় তারা।
জিন এক্সপার্ট মেশিন দিয়ে করোনা পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন। ভোগান্তি কমাতে দ্রুত পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়েছে জেলাবাসী।