করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু
- আপডেট সময় : ০৬:২৫:১০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু। নতুন আটজনের মৃত্যু নিয়ে এ সংখ্যা এখন ২১৪। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৬৩৬ জনের। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৭৭০ জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ধুমপায়ীদের মাঝে করোনা সংক্রমণের বেশী ঝুঁকি আছে।
প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সারাদেশে চলছে সাধারণ ছুটি। বন্ধ বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন। তারপরও প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন মুখ। প্রতিদিনের হালনাগাদ তথ্য জানাতেই রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজন করা হয় নিয়মিত স্বাস্থ্য বুলেটিন।
শুক্রবার ৭ জন মৃত্যুর কথা জানানো হলেও শনিবার জানানো হয়, ২৪ ঘন্টায় নতুন করে মারা গেছে ৮ জন। তবে শনাক্ত রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে।
৩৫টি ল্যাবরেটরিতে এ পর্যন্ত এক লাখ ১৬ হাজার ৯১৯টি নমুনা পরীক্ষা হয়েছে জানিয়ে, তিনি বলেন, সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যাও বাড়ছে।
সামাজিক সংক্রমন ঠেকাতে বাড়ীতে থাকার পাশাপাশি ধুমপান এড়িয়ে চলার পরামর্শ দেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। বলেন, ধুমপানে ঝুঁকি বাড়ে।
বাড়ীতে থাকা শিশু ও বৃদ্ধদের অতিরিক্ত যত্ন নেবার আহ্বান জানান অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।