করোনা ভাইরাস আতঙ্কে এবার কোরবানীর গরু তোলেনি কুষ্টিয়ার খামারীরা
- আপডেট সময় : ০২:১৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস আতঙ্কে এবার কোরবানীর গরু তোলেনি কুষ্টিয়ার খামারীরা। ফলে নানামুখী সংকটে খামারের সঙ্গে জড়িত মালিক-শ্রমিকরা। তারা এব্যাপারে সরকারের বিশেষ প্রণোদনার দাবি জানিয়েছেন।
প্রতি বছর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কোরবানীর পশু হাটে কুষ্টিয়ার এসব খামারের গরুর বেশ চাহিদা থাকে। তাই মার্চ মাসের আগেই হাট থেকে গরু কিনে কোরবানীর জন্য প্রস্তুত করা শুরু হয়। বৈশ্বিক মহামারির কারণে এ বছর কোরবানীর গরু তুলেননি কুষ্টিয়ার খামারীরা।
জেলায় গরু ও ছাগলের খামারে কাজ করে হাজারো মানুষ। এ সংকটে বিপাকে পড়েছেন তারা। করোনাকালে প্রতিটি খামারে প্রাণি সম্পদ কর্মকর্তাদের দেখভাল এবং বিভিন্ন প্রতিরোধকমুলক ব্যবস্থা গ্রহনের নির্দেশনা থাকলেও, কুষ্টিয়ার খামারীরা তাদের দেখা পাননি। তবে এমন অভিযোগ অস্বীকার করে, অনলাইনে সেবা প্রদান এবং প্রণোদনার বিষয়ে তালিকা প্রস্তুতের কাজ চলছে বলে জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা।
সরকার দ্রুত খামারিদের বিশেষ প্রণোদনা দিলে, শেষ সময়ে হলেও কোরবানীর পশুর হাটের সংকট মেটাতে গরু তুলতে পারেন কৃষ্টিয়ার খামারীরা।