করোনা ভাইরাস ইস্যুতে মাস্ক নিয়ে কেউ যেন পেঁয়াজের মতো ব্যবসা করতে না পারে: হাইকোর্ট
- আপডেট সময় : ০৭:২২:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস ইস্যুতে মাস্ক নিয়ে কেউ যেন পেঁয়াজের মতো ব্যবসা করতে না পারে সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে সংক্রমণ প্রতিরোধক মাস্কসহ অন্য প্রয়োজনীয় সামগ্রী সহজলভ্য করতে মোবাইল কোর্ট পরিচালনা ও অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার নির্দেশও দিয়েছে উচ্চ আদালত। এসময় পর্যবেক্ষণে উচ্চ আদালত আরো জানায়, করোনা সংক্রমণ রোধে সরকারের নেয়া পদক্ষেপ প্রশংসনীয়, কিন্তু যথেষ্ট নয়। প্রাণঘাতী এই ভাইরাসে সংক্রমন রোধে কোনো অবহেলা ও ঝুঁকি বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেয় হাইকোর্ট।
সম্প্রতি করোনা ভাইরাসে আতংকের কারণে দেশজুড়ে বেছেড়ে মাস্কের দাম। দোকানিরা বলছেন পর্যাপ্ত সরবরাহ না থাকার কারণেই এই মূল্যবৃদ্ধি।
এমন বাস্তবতায় গেল বৃহস্পতিবার করোনা সংক্রমন ঠেকাতে সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জানাবার নির্দেশ দেয় হাইকোর্ট। সোমবার সেই নির্দেশনা মেনে আদালতে প্রতিবেদন দেয় স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিবেদনে সরকার গৃহীত পদক্ষেপগুলো জানাবার পাশাপাশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্ধরে কার্যকর থার্মাল স্ক্যানারের অভাব তুলে ধরা হয়।
এসময় মাস্কসহ সংক্রমণ রোধক সামগ্রীর উচ্চ মূল্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয় বিচারপতি এফ আর এম নাজমুল আহসান এবং বিচারপতি কেএম কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চ।পাশাপাশি শাহজালাল বিমানবন্দরে পাঁচটির মধ্যে মাত্র দুটি কার্যকর থার্মাল স্ক্যানার থাকায় ক্ষোভ জানায় আদালত।
আগামী পাঁচ এপিল এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশও দেয় হাইকোর্ট। এর আগে করোনা সংক্রমণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে, আদালতে সবাইকে সতর্কভাবে চলার পরামর্শ দেন প্রধান বিচারপতি।