করোনা ভাইরাস নিয়ে স্যোসাল মিডিয়ায় গুজব ছাড়ানোর দায়ে দু’জনকে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস নিয়ে স্যোসাল মিডিয়ায় ভুল তথ্য দিয়ে গুজব ছাড়ানোর দায়ে দু’জনকে আটক করেছে রেব। দুপুরে রাজধানীর উত্তরায় প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফট্যানেন্ট কর্ণেল সারওয়ার বিন কাশেম। করোনা নিয়ে গুজব ছাড়ানোরা নজরদারিতেও রয়েছে বলেও জানান তিনি।
করোনা প্রতিরোধে যে কোন ধরণের নির্দেশনা বাস্তবায়নে রেব প্রস্তুত রয়েছে দাবি করে রেবের মিডিয়া পরিচালক বলেন, যে সব অসাধু ব্যবসায়ী গুজব ছড়িয়ে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করবে-তাদের বিরুদ্ধে মোবাইলকোর্টের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া বিদেশ ফেরতরা স্বেচ্ছায় কোয়ারাইন্টাইনে না গেলে তাদেরকে আইনের আওতায় নেয়া হবে। করোনায় আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হবারও পরামর্শ দেন রেবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক সারওয়ার বিন কাশেম।