করোনা ভাইরাস পরীক্ষার সাতটি যন্ত্রের মধ্যে ৬ টিই বিকল:আইইডিসিআর

- আপডেট সময় : ০৮:০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস পরীক্ষার সাতটি যন্ত্রের মধ্যে ছ’টিই বিকল বলে নিশ্চিত করেছে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি জানান, বিশ্বস্বাস্থ্য সংস্থা সর্বোচ্চ সতর্কতা জারি করলেও, আক্রান্ত দেশগুলোর সঙ্গে এখনো বাংলাদেশের সব ধরনের যোগাযোগ আছে। তবে, দেশ-বিদেশের নাগরিকদের অকারণে আসা-যাওয়ার বিষয়ে নিরুৎসাহিত করছে আইইডিসিআর।
চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালির মতো দেশগুলোতে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। সিঙ্গাপুরে রয়েছেন আক্রান্ত চার বাংলাদেশি। চীনের চেয়ে অন্য দেশগুলোতে এখন রোগীর সংখ্যা বেশি। এমন বাস্তবতায় একদিন আগে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু, দেশের স্থল ও নৌবন্দরে কয়েকটি ম্যানুয়াল থার্মাল মেশিন দিয়ে যাত্রীদের পরীক্ষা করে ছেড়ে দেয়া হচ্ছে। এক্ষেত্রে ব্যক্তি ও সামাজিক সচেতনতার ওপর জোর দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিষয়টি স্বীকার করে আইইডিসিআর পরিচালক বলেন, ছ’টি থার্মাল স্ক্যানার নষ্ট। দ্রুত এসব যন্ত্র আমদানির চেষ্টা চলছে।
সর্বোচ্চ সতর্কতা স্বত্ত্বেও এখনো ভিসা ও ফ্লাইট পরিচালনা নিয়ে কড়াকড়ি করা হচ্ছে না। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, দেশগুলোর সাথে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলছে। তিনি জানান, দেশে গত ২৪ ঘন্টায় ৮৪ জনকে সন্দেহজনক হিসেবে পরীক্ষা করে করোনার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।