করোনা ভাইরাস প্রতিরোধে আগাম প্রস্তুতি হিসেবে দেশের সব হাসপাতালে আইসোলেশান ইউনিট করা হবে

- আপডেট সময় : ১০:৩৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস প্রতিরোধে আগাম প্রস্তুতি হিসেবে দেশের সব হাসপাতালে আইসোলেশান ইউনিট করা হবে। স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিকের পরিচালক ডা. মো. আমিনুল হাসান জানান, এজন্য হাসপাতাল ও ক্লিনিক মালিকদের সাথে রোববার বৈঠক অনুষ্ঠিত হবে। আর রোগ তত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, আন্তর্জাতিক যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা রয়েছে। দেশবাসীকে হতাশ না হয়ে সচেতনা থাকার পরামর্শ দেন তিনি।
করোনা ভাইবাস-নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে নিয়মিত এই সংবাদ সম্মেলন। স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিকের পরিচালক ড. মো. আমিনুল হাসান বলেন, করোনা ভাইসার মোকাবেলায় দেশের সরকারি হাসপাতালের পাশাপাশি সব বেসরকারি হাসপাতালে আইসোলেশন ইউনিট নিশ্চিত করা হচ্ছে। রোগতত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক জানান, দেশে এখনো কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। তবে ক্যামেরুন, সার্ভিয়া, ভূটান ও দক্ষিণ আফ্রিকায় বিস্তার ঘটছে। আর দক্ষিণ কোরিয়া,ইরান ও ইতালীর বিষয়ে উদ্বেগ জানান তিনি।
করোনা ভাইরাসে আক্রান্তের আশঙ্কা দেখা দিলে, দ্রুত আইইসিডিআরকে জানানোর পরামর্শ দেন পরিচালক। ইতালিতে একজন, আরব আমিরাতে একজন এবং সিঙ্গাপুরে পাঁচ বাংলাদেশি ছাড়া আর কোনো বাংলাদেশী এই ভাইরাসে আক্রান্ত হয়নি বলেও জানান ডা. সেব্রিনা ফ্লোরা। এদিকে করোনা ভাইরাসের প্রতিরোধে বাংলাদেশ ও ভারতসহ ৭টি দেশের সাথে বিমান চলাচল এক সপ্তাহের জন্য স্থগিত করেছে কুয়েত।