করোনা ভ্যাকসিনের প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে সম্পন্নের দাবি রাশিয়ার স্টেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
- আপডেট সময় : ০৯:০৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
মানবদেহে করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার স্টেট মেডিকেল বিশ্ববিদ্যালয় সেকেনভ।
১৮ জুন মস্কোর সেকেনভ বিশ্ববিদ্যালয় করোনার ভ্যাকসিনের ট্রায়াল শুরু করে। বুধবার প্রথম ধাপের স্বেচ্ছাসেবকদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে এবং ২০ জুলাই দ্বিতীয় ধাপের স্বেচ্ছাসেবকরা হাসপাতাল থেকে ছাড়া পাবে । সেকেনভ বিশ্ববিদ্যালয়ের ট্রান্সলেশনাল মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক ভাদিম তারাসভ বলেন, সেকেনভ বিশ্ববিদ্যালয় করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্বের প্রথম ভ্যাকসিনের সফলভাবে পরীক্ষা শেষ করেছে। সেকেনভ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্যারাসিটোলজি, ট্রপিকাল অ্যান্ড ভেক্টর-বর্ন ডিজিজ ইনস্টিটিউটের পরিচালক আলেকজান্ডার লুকাশেভের বলেন, গবেষণার এই পর্যায়ের উদ্দেশ্য ছিল মানুষের স্বাস্থ্যের জন্য ভ্যাকসিনের সুরক্ষা প্রদর্শন করা, যা সফলভাবে সম্পন্ন হয়েছে। ভ্যাকসিনের সুরক্ষার বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। এটি বর্তমানে বাজারে থাকা এই ভ্যাকসিনগুলোর সুরক্ষার সঙ্গে মিলে গেছে।