করোনা মহামারি নিয়ন্ত্রণে সব দেশের কাছে আদর্শ হয়ে উঠেছিল নিউজিল্যান্ড
- আপডেট সময় : ০৭:৪৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
করোনা মহামারি নিয়ন্ত্রণে সব দেশের কাছে আদর্শ হয়ে উঠেছিল নিউজিল্যান্ড। কিন্তু এই সফল দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
অকল্যান্ডের হাসপাতালে ৫০ বছর বয়সী এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত মে মাসের পর দেশটিতে এটিই প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা। গত কয়েক মাসে দেশটিতে সংক্রমণ ছিল একেবারেই কম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত কয়েকদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। তাকে ইন্টেন্সিভ কেয়ারে রাখা হয়েছিল।গত কয়েক সপ্তাহে বৃহত্তম অকল্যান্ড শহর করোনার নতুন হটস্পটে পরিণত হয়েছে। এর মধ্যেই সেখানে শতাধিক সংক্রমণের খবর পাওয়া গেছে। শুক্রবার অকল্যান্ডে নতুন করে আক্রান্ত হয়েছে আরও পাঁচজন। প্রথম থেকেই করোনা পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে নিউজিল্যান্ড সরকার। প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নের নেতৃত্বে কঠোর বিধি-নিষেধ মেনে চলেছে নিউজিল্যান্ডবাসী।প্রায় একশ দিনের বেশি সময় ধরে নিউজিল্যান্ডে নতুন করে কোনো সংক্রমণ ধরা পড়েনি। ফলে কঠোর বিধি-নিষেধ কিছুটা শিথিল করে আনতে শুরু করে কর্তৃপক্ষ। মূলত তারপর থেকেই নতুন করে সংক্রমণ শুরু।