করোনা মহামারি প্রতিরোধে ১১ দফা বিধিনিষেধ জারি
- আপডেট সময় : ০৭:৩৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ১৬২০ বার পড়া হয়েছে
করোনা মহামারি প্রতিরোধে ১১ দফা বিধিনিষেধ জারি করেছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ এই বিধিনিষেধ জারি করে।
এতে বলা হয়েছে, জনসাধারণকে অবশ্যই বাইরে গেলে মাস্ক পরতে হবে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ ও আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই টিকা সনদ দেখাতে হবে। ১২ বছরের বেশি বয়সী সব শিক্ষার্থীকে টিকা সনদ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি দেয়া হবে না। বিদেশ থেকে আসা যাত্রীসহ সবাইকে বাধ্যতামূলক কোভিড-১৯ টিকা সনদ প্রদর্শন করতে হবে। উন্মুক্ত স্থানে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে। কোন এলাকায় বিশেষ কোন পরিস্থিতি সৃষ্টি হলে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নিতে পারবে। ১৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ১১ দফা মেনে চলতে হবে।