করোনা মহামারীতে লন্ডভন্ড সারা দুনিয়ার অর্থনীতি
- আপডেট সময় : ০৯:৫৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
করোনা মহামারীতে লন্ডভন্ড সারা দুনিয়ার অর্থনীতি। বিশ্বজুড়ে এই ভাইরাসের প্রভাবে চাহিদা কমে অর্থনীতি থিতিয়ে পড়ায় হোচট খেয়েছে উৎপাদন। কাজকর্মের শিথিলতায় কর্মসংস্থানের লাগামে টান পড়ায় বেড়েছে বেকারত্ব। এই ধসে দিশেহারা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো ধনী দেশের অর্থনীতি। তবে যে দেশের কারণে বিশ্বব্যাপী এই হালচাল- সেই চীন এখন আছে ফুরফুরে মেজাজে। কেননা, অর্থনীতির সবদিকেই সেদেশের প্রবৃদ্ধি অন্যদের তুলনায় আগের চেয়ে দ্রুত বাড়ছে।
কথায় আছে, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। মহামারী করোনা ধস নামিয়েছে বিশ্ব অর্থনীতির। লকডাউন আর ভাইরাসের ভয়ে মানুষ ঘরবন্দী হওয়ায় বেশিরভাগ খাতে চাহিদা কমার রেশ পড়েছে ধনী-গরীব সব দেশের অর্থনৈতিক উৎপাদনে। এক বছর পর এর হিসাব-নিকাশে বেশিরভাগ দেশ পিছিয়ে পড়লেও কেউবা আবার এগিয়েছে।
এই ধারায় সবচে’ দিশেহারা অবস্থায় যুক্তরাজ্যের অর্থনীতি। জনগণের আয়ে ধস নামায় চাহিদা ও উৎপাদন কমার সাথে সরকারের আয়-ব্যয়ে ফারাক বেড়েছে বিস্তর। তাই গত প্রায় ৩০ বছরের ইতিহাসে গেল বছর সর্বোচ্চ ঋণ করেছে দেশটির সরকার। পরিসংখ্যান দফতর জানিয়েছে, গত এক বছরে ব্রিটেনে সরকারের ঋণ বেড়েছে ২২ হাজার ২শ’ কোটি পাউন্ড।
আগামী মার্চ নাগাদ যুক্তরাজ্যে এই ধারের পরিমাণ ২৫ হাজার কোটি পাউন্ডে উন্নীত হতে পারে– যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ।
খারাপ অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রেরও। করোনায় মৃত্যুর মিছিলে নাজেহাল এ দেশটি ঠিকমত সামাল দিতে না পারায় অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছে চীনের চাইতেও। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি ১.৯ শতাংশ হারে হ্রাস পাবার আশঙ্কার প্রেক্ষাপটে চীনে প্রতিবছর গড়ে ৫.৭ শতাংশ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সেন্টার ফর ইকনোমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ–সিইবিআর।
২০২০ সালে চীনের জিডিপি বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ১৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জিডিপি’র আকার ১৯ ট্রিলিয়ন ডলার।
আগামী ৫ বছরে চীনের জিডিপি– মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে সিইবিআর।