করোনা মহামারী মোকাবেলায় সরকার সফল হয়েছে: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনা মহামারী মোকাবেলায় সরকার সফল হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনার জেরেমি ব্রুয়ার- আজ গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
পরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান, তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। শেখ হাসিনা বলেছেন, শুরু থেকেই মহামারি মোকাবেলায় প্রশাসন, সশস্ত্র বাহিনী, পুলিশ-বিজিবি এবং দলের নেতাকর্মীদের সম্পৃক্ত করা হয়। রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সহযোগিতাও কামনা করেন তিনি। আলোচনায় অস্ট্রেলিয়ার হাইকমিশনার বলেন, করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে রয়েছে। পরে বিমসটেকের নবনিযুক্ত মহাসচিব তেনজিন লেকফেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি।