করোনা মোকাবেলায় এবার এগিয়ে এলেন স্পেনের মিডফিল্ডার জাভি হার্নান্দেজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
করোনাভাইরাস মোকাবেলায় এবার এগিয়ে এলেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। বার্সেলোনার দ্যা হসপিটাল ক্লিনিকে জাভি ও তার স্ত্রী নুরিয়া কুনিয়েরা এক মিলিয়ন ইউরো দান করেছেন।
অনুদানের বিষয়টি নিশ্চিত করেছে জাভি ও হাসপাতাল কর্তৃপক্ষ। এক ভিডিও বার্তায় সবাইকে নিজের জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য আহ্বান জানান বার্সেলোনার কিংবদন্তী ফুটবলার জাভি। বর্তমানে কাতারের ক্লাব- আল সাদের কোচের দায়িত্ব পালন করছেন তিনি। জাভির অনুদানে কৃতজ্ঞতা প্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ। করোনাভাইরাস মোকাবেলায় একে একে এগিয়ে আসছেন ক্রীড়া ব্যক্তিত্বরা। মোটা অঙ্কের অর্থ দিয়ে এবার সেই কাতারে সামিল হলেন জাভি হার্নান্দেজ। এর আগে বার্সেলোনার হাসপাতালে ১ মিলিয়ন ইউরো করে দান করেন লিওনেল মেসি ও পেপ গার্দিওলা।