করোনা রোধে দেশবাসীর জন্য ৩১ কোটি টিকা সংগ্রহ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২২:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ওমিক্রনের বিস্তার ঠেকাতে টিকাদান কর্মসূচি জোরদারের পাশাপাশি নানা উদ্যোগ নিয়েছে সরকার। ওমিক্রন রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনা রোধে ৩১ কোটি টিকার ব্যবস্থা করা হয়েছে। ভয় না পেয়ে সবাইকে টিকা নেয়ার কথাও বলেন তিনি। ৮ বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময়, দেশের চিকিৎসকদেরকে গবেষণায় মনোনিবেশ করারও আহ্বান জানান সরকার প্রধান।
স্বাধীনতা-উত্তর সময়ে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা উদ্যোগ নেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই ১৯৭০ সালে বেতার ভাষণে প্রথম মেডিকেল বিদ্যালয় গড়ার ঘোষণা দেন তিনি।
কিন্তু ‘৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর থমকে যায় স্বাস্থ্যখাতের উন্নয়ন। তবে, ১৯৯৭ সালের ৩১ জুলাই প্রথমবারের মত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ে তোলার মধ্যে দিয়ে স্বপ্ন বাস্তবায়ন করেন তারই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপরেই স্বাস্থ্য খাতের উন্নয়নে নেয়া হয় নানা যুগান্তকারী সিদ্ধান্ত। ধারাবাহিকতায় সকালে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে ৮টি বিভগীয় শহরে মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ণাঙ্গ ১শ’ শয্যার ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি বলেন, মানুষের জীবন মান উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার।
করোনা ভাইরাস প্রতিরোধে ৩১ কোটি টিকার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য বিধি মানার পাশাপাশি ভয় না পেয়ে সবাইকে টিকা নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর।
এছাড়া, সেবা দেয়ার পাশাপাশি চিকিৎসকদের গবেষণায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান।
সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতলের মান উন্নয়নে সরকারের নানামুখী পদক্ষেপে জনগণ সুফল পাচ্ছেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসনি।