করোনা সংকটের মধ্যেও বিদেশি বিনিয়োগ যথাযথভাবে কাজে লাগানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

- আপডেট সময় : ০৭:২৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
করোনা সংকটের মধ্যেও বিদেশি বিনিয়োগের সুযোগ যথাযথভাবে কাজে লাগাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি বলেন, মহামারীর মধ্যেই অর্থনীতিকে কী করে এগিয়ে নেয়া যায়, সে ব্যাপারে পরিকল্পনা থাকতে হবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার গভর্নিং বোর্ডের সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের সভায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ সময় তিনি করোনা মোকাবিলার পাশাপাশি কী করে বিনিয়োগ ও অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়ন হয়, সে সংক্রান্ত দিক নির্দেশনা দেন।করোনা পরিস্থিতিতে ব্যবসা-বিনিয়োগের সমস্যার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী সবাইকে বসে না থেকে সীমিতভাবে হলেও কাজ করার আহবান জানান । পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগে সুবিধা ও সম্ভবনার কথা তুলে ধরেন সরকার প্রধান।
করোনা সংকটেও বিদেশ থেকে দেশে বিনিয়োগ আনতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।