করোনা সংকটে বিএনপি কোন দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন করছে না
- আপডেট সময় : ০২:১৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
করোনা সংকটে বিএনপি কোন দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন করছে না । জনগণের পাশে না দাঁড়িয়ে তারা সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে । এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপির পিঠ দেয়ালে ঠেকে গেছে।
রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্হা রাখার আহবান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সবার সম্মিলিত প্রয়াসে চলমান দুর্দিন কেটে যাবে। ঈদকে সামনে রেখে দলে দলে মানুষ গ্রামের দিকে যাচ্ছে। মন্ত্রী বলেন, কেনাকাটার নামে শপিংমলে অতিরিক্ত ভিড় সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। তাই সবাইকে স্বাস্হ্যবিধি মেনে ঈদের ছুটি কাটানোর অনুরোধ জানান তিনি। আওয়ামী লীগ নেতাকর্মিরা সংকটের শুরু থেকেই অসহায় গরীব মানুষের পাশে রয়েছে , এ জন্য তাদের ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসন্ন ঈদে কর্মহীন বেকার ভাসমান মানুষের পাশে থাকারও আহবান জানান।