করোনা সংকট মোকাবিলায় জাতীয় ঐক্য গঠনে প্রধানমন্ত্রীর প্রতি আহবান
- আপডেট সময় : ০৭:৩৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
করোনা সংকট মোকাবিলায় জাতীয় ঐক্য গঠনে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানিয়েছেন জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রব। প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠিতে এ আহবান জানান তিনি। আসম রব বলেন, দেশে দুর্নীতিবাজরা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। দুর্নীতি বিরোধী কার্যক্রমে রেবের সঙ্গে সেনাবাহিনীকেও সম্পৃক্ত করতে হবে।
করোনা মোকাবিলায় করণীয় প্রশ্নে মাননীয় প্রধানমন্ত্রীকে জাতীয় সমজাতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব একটি খোলা চিঠি পাঠিয়েছেন । চিঠিতে তিনি এ পরিস্থিতি উত্তরণে জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানান।
এ খোলা চিঠির বিষয়ে এসএটিভির সঙ্গে ভিডিও বার্তায় এ সব বলেন আ স ম রব ।
দেশে দুর্নীতিবাজরা আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে উল্লেখ করে জেএসডি সভাপতি বলেন, দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত রাখাতে প্রধানমন্ত্রীর দৃঢ় অংগীকার বাস্তবায়নের এখনই উপযুক্ত সময়।
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে সবাইকে নিয়ে কাজ করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবানও জানান আ স ম রব।